
বিজেপির কর্মীদেরই এবার অপদার্থ বলে বসলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। শুধু তাই নয়, আক্ষেপ করে বলেছেন, এমন দলে তিনি রয়েছেন যেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয় তাঁকেই।
মঙ্গলবার যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সুভাষগ্রামে বাড়ি-বাড়ি প্রচার করার কথা ছিল অনুপম হাজরার। সেই কারণে তাঁর জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষায় ছিলেন দলীয় কর্মীরা। তাঁদের অভিযোগ, প্রতিদিনই নির্দিষ্ট সময়ের থেকে অনেক দেরিতে আসেন অনুপম। শনিবার সেই নিয়েই তাঁকে প্রশ্ন করেন কর্মীরা। আর এরপরই ক্ষেপে যান অনুপম। মাইক্রোফোনেই বলতে শুরু করেন, 'জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হয় আমাকে। আমি যাঁদের নিয়ে কাজ করছি, প্রকাশ্যেই বলছি, তাঁরা একেকটা অপদার্থ।'
আর অনুপমের এই বক্তব্যের পরই আসরে নেমে তৃণমূল নেতৃত্বের কটাক্ষ, 'এত তাড়াতাড়িই বিজেপির আসল রূপ বুঝতে পারছেন অনুপম। এখন বুঝছেন ভুলটা কেমন করলেন!'
No comments:
Post a Comment