দেশের সেনাবাহিনী নিয়ে রাজনীতি করার অভিযোগ বারবার উঠছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে।
সেনার নামে ভোট চাওয়ায় মোদীর বিরুদ্ধে এবার ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। একই অভিযোগে বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম ।
পাকিস্তানের বালোকোটে ভারতীয় বায়ুসেনার আঘাতকে হাতিয়ার করে বিজেপি নেতারা ভোটপ্রচার শুরু করে দিয়েছিল। এরপরই দেশের সেনাবাহিনী নিয়ে রাজনীতি না করার জন্য কমিশন প্রতিটি রাজনৈতিক দলকে নির্দেশ দিয়েছিল।
এবারের লোকসভা ভোটে সেনার কৃতিত্বকে প্রচারের অন্যতম ইস্যু করে বিজেপি। গত ৯ এপ্রিল মহারাষ্ট্রে এক নির্বাচনী জনসভায় সরাসরি জওয়ান এবং পুলওয়ামায় 'শহিদ' জওয়ানদের নামে ভোট চান প্রধানমন্ত্রী। তার পরেও কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন তুলতে শুরু করেছিল বিরোধীরা।
অবশেষে কমিশন দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে। এ জন্য ভোট শেষ হওয়া পর্যন্ত বসে থাকা হবে না।
No comments:
Post a Comment