
ফের বিয়ের পিঁড়িতে শ্রাবন্তী! টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন। গত বছর কৃষণ ব্রজের সঙ্গে ডিভোর্সের পর এই টলি অভিনেত্রীর সম্পর্ক গড়ে উঠেছে রোশন সিং ওরফে মন্টির সঙ্গে।
কে এই মন্টি? নামকরা এক বিমান সংস্থার ক্রেবিন ক্রু। তারা ইতিমধ্যেই পয়লা বৈশাখের দিন চুপিসারে সেরে ফেলেছেন বাগদান পর্ব। পাঞ্জাবি পরিবারের ছেলে মন্টি আদতে চণ্ডীগড়ের হলেও কলকাতায় থাকেন পার্ক সার্কাস চত্বরে।
শুক্রবার অর্থাৎ ১৯ এপ্রিল বিয়ে করছেন শ্রাবন্তী। এক বছর প্রেম করার পরই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। বিয়েটা হচ্ছে চণ্ডীগড়ে। যার জন্য ইতিমধ্যেই চণ্ডীগড়ে পৌঁছে গিয়েছেন শ্রাবন্তী এবং রোশন।
No comments:
Post a Comment