ফের স্বপ্নপূরণে ব্যর্থ ইস্টবেঙ্গল৷ ১৫ বছর ধরে আইলীগ পাওয়ার স্বপ্ন পূরণ হল না এবারেও৷ আজ গোকুলমের বিরুদ্ধে ম্যাচ জিতলেও আইলীগের ট্রফি জেতা হল না লাল-হলুদ খেলোয়াড়দের৷ অন্যদিকে কোয়ম্বাতুরে চেন্নাই সিটি এফসি শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ফিরে এসে মিনার্ভাকে ৩ গোল দিয়ে জিতে নিল আইলীগ৷
১৭ মিনিটের মাথায় জোসেফের শট অসাধারণ ভাবে বাঁচান রক্ষিত ডাগর। ৩৭ মিনিটের মাথায় সুযোগ চলে আসে ইমানুয়েলের সামনে। কিন্তু আবারও ডাগরের সাহসী গোলকিপিং বাঁচিয়ে দেয় ইস্টবেঙ্গলকে।
দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণে আসে ইস্টবেঙ্গল। ৬১ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডিডিকার শট পোস্টে লেগে ফেরে। তারপর কয়েক মিনিটের মধ্যেই বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ হল লাল-হলুদ ব্রিগেড৷
No comments:
Post a Comment