ইদানিং ভারতীয় রাজনীতিতে ও সমাজজীবনে ভয়াবহ অবস্থা তৈরি করেছে মিথ্যা, ভুয়ো খবর।
তাই ভারতে ‘ফেক নিউজ’ রুখতে এ বার লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে একটি‘ওয়ার রুম’ চালু করছে ফেসবুক।
ওই ওয়ার রুম থেকে ২৪ ঘণ্টা গোটা নির্বাচনী প্রক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রচার, ফেক নিউজ, ভুয়ো, মিথ্যে বা আপত্তিকর পোস্ট-সহ যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করবে তারা।
পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলবে এই ওয়ার রুম।
কী ভাবে কাজ করবে এই কন্ট্রোল রুম? এবার লোকসভা ভোটের আগে একটি কেন্দ্রীয়
দল তৈরি করে দিল্লিতে কন্ট্রোল রুম তৈরি করা হবে। ওই দলের সদস্যেরা বিভিন্ন নির্বাচন সংক্রান্ত পোস্ট, মিম, মন্তব্য বার বার খুঁটিয়ে পরীক্ষা করেন। বিতর্কিত বা আপত্তিকর পোস্টের উৎস খুঁজে বের করা এবং আইন অনুযায়ী তার যৌক্তিকতা বিচার করে ব্যবস্থা নেওয়া হবে।
ওই সংক্রান্ত কমিশনের নিয়ম-কানুন দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment