তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে বিজেপিতে যাওয়া নিশীথ প্রামাণিককে প্রার্থী করায় কোচবিহারে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
রীতিমত কেন্দ্রীয় নেতৃত্বের এমন সিধান্ত নিয়ে গোপনে কোচবিহার বিজেপির অনেক নেতা কর্মী বৈঠকও করেন।
এমনকি বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকা দীপক বর্মণ দল থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিতে পারেন বলেও একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে। সাধারণ কর্মী সমর্থকদের একটা বড় অংশের মধ্যেও সেই ক্ষোভ রয়েছে বলে জানা গিয়েছে।
বিজেপির নীচুতলার কর্মীদের একাংশ নিশীথকে স্মাগলার বলে তাকে ভোট না দেবার আহ্বান জানিয়ে পোস্টারও লাগিয়েছ কোচবিহারের নানা এলাকায়।
এখন দেখার বিজেপি কিভাবে সেই ক্ষোভ সামাল দিয়ে কিভাবে নির্বাচনে লড়াইয়ের ময়দানে নামে।
No comments:
Post a Comment