
গোটা দেশে শতাধিক চিত্র পরিচালক যৌথভাবে ‘গণতন্ত্র রক্ষা’ ডাক দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির-র বিরুদ্ধে ভোট দেওয়ার আবেদন করেছেন৷ এই পরিচালকদের তালিকায় পরিচিতদের মধ্য রয়েছেন- ভেত্রি মারান, আনন্দ পট্টবর্ধন, সলনকুমার সসিধরন, সুদেবন, দীপা ধনরাজ,গুরবিন্দার সিং, পুষ্পেন্দু সিং, কবীর সিং চৌধুরী, অঞ্জলি মনতেইরো, প্রবীন মোছালে, দেবাশিস মাখিজা প্রমুখ
এই পরিচালকেরা তাদের বিবৃতিতে জানিয়েছেন কেন তারা বিজেপিকে সরকার থেকে উৎখাত করার ডাক দিয়েছেন --- মেরুকরণের মাধ্যমে ঘৃণার রাজনীতি নিয়ে এসেছে ; দলিত,মুসলমানদের ওপর অত্যাচার অনেক বেড়েছে, কৃষকদের দুর্দশা চরমে , সেনাকে রাজনীতির স্বার্থে ব্যবহার করছে, গণপিটুনি বাড়ছে বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রগুলিকে ধ্বংস করছে ৷ তাদের বক্তব্য লোকসভা নির্বাচনে ঠিক মতো প্রতিনিধি বাছতে না পারলে ফ্যাসিস্টদের কবলে পড়তে হবে৷ একই সঙ্গে তাদের অভিযোগ , ধর্মীয় মেরুকরণের মাধ্যমে ২০১৪ সালে ক্ষমতায় এসেছে ৷ পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে সেই সময় যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কতটা পূরণ করা হয়েছে৷











No comments:
Post a Comment