
চারিদিকে ভোটের উত্তাপের মধ্যেই আইপিএলের ময়দানে উঠল ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান। তবে এবার আর সংসদ কক্ষে বা কোনও রাজনৈতিক দলের জনসভায় নয়। স্লোগান উঠল আইপিএল ম্যাচ চলাকালীন, স্টেডিয়ামের গ্যালারিতেই! এবং সেই স্লোগান তললেন আগত দর্শকরাই!
সোমবার জয়পুরে চলছিল আইপিএল-এর টানটান ম্যাচ, কিংস ইলেভেন পাঞ্জাব বনাম রাজস্থান রয়ালস। পাঞ্জাবের নিকোলাস পুনন তখন ব্যাট করছেন। বল করছেন রাজস্থানের জয়দেব উনদকট। কিন্তু ‘চার ছক্কা হইহই’-এর বদলে গ্যালারি থেকে স্লোগান উঠল, ‘চৌকিদার চোর হ্যায়।’ ফলে নিমেষেই আইপিএলের মাঠে ঢুকে পড়ে ভোটের উত্তাপ। ইতিমধ্যেই একটি ২৪ সেকেন্ডের ভিডিও মাত করে দিচ্ছে ইউটিউব। যেখানে দেখা যাচ্ছে গ্যালারি ফেটে পড়ছে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগানে।
No comments:
Post a Comment