সদ্য কংগ্রেস থেকে আসা দুলাল চন্দ্র বরকে বনগাঁ, লোকসভা কেন্দ্রে প্রার্থী করতে পারে বিজেপি। আর সেই খবর চাউড় হতেই বিজেপির নেতা-কর্মীদের মধ্যেই তুমুল অসন্তোষ দানা বেঁধেছে।
বনগাঁ লোকালে রীতিমতো পোস্টার দিয়ে বিজেপি কর্মীরা জানিয়েছে, 'বনগাঁ লোকসভা কেন্দ্রে BJP-র ঘরের প্রার্থী না হলে, ভোট এবার অন্য ফুলে।'পোস্টারের নিচে লেখা "প্রচারে বনগাঁ লোকসভা BJP কর্মীবৃন্দ।"
উল্লেখ্য,লোকসভার আগেই বিভিন্ন দল থেকে প্রার্থী করার লোভ দেখিয়ে নেতা ভাঙিয়ে দলে আনছেন বিজেপি নেতৃত্ব। তাতে এতদিন ধরে যারা কাজ করে চলেছেন দলের হয়ে, তাঁদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। কদিন আগে মালদা উত্তর লোকসভা কেন্দ্রে খগেন মুর্মুকে প্রার্থী করার বিষয়েও একই রকম ক্ষোভ দেখা গিয়েছিল। এবার বনগাঁ।দিনের সেরা খবর এবার হোয়াটসঅ্যাপে
No comments:
Post a Comment