
কোচবিহার,রায়গঞ্জ,বনগাঁ,বসিরহাটের পর প্রার্থী নিয়ে ফের আরেকবার প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। এবার বারাসত । বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার মৃণাল কান্তি দেবনাথ। তাকে বিজেপি দলের অনেক কর্মী চান না প্রার্থী হিসেবে। তারা চান উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি প্রদীপ ব্যানার্জি কে।


তাই আজ হাবড়া স্টেশন এর বেশ কয়েকটি জায়গায় পোস্টার লাগিয়ে বিজেপি কর্মীদের দাবি, বারাসত লোকসভা কেন্দ্রে প্রদীপ ব্যানার্জি কে প্রার্থী চাই, বিজেপির দলীয় কর্মী না হলে ভোট এবার নোটা তে, ডাক্তার মৃণাল কান্তি দেবনাথ (পাগল) কে একটি ভোটও নয়।
No comments:
Post a Comment