
পাটনা বিমানবন্দরে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদকে ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাল খোদ বিজেপি কর্মীরাই।
বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই বিভিন্ন জায়গায় কোন্দলের ছবিটা প্রকট হচ্ছে। পশ্চিমবঙ্গের কোচবিহার,বারাসাত, বসিরহাট, হাবরা সর্বত্রই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে। একই পরিস্থিতি এবার বিহারের পাটনাতেও।
পাটনা সাহিব কেন্দ্র ২০১৯ সালের নির্বাচনে শত্রুঘ্ন সিনাহার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। ওই কেন্দ্রে প্রার্থী করা হয় কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের দাপুটে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদকে। এদিন রবি শঙ্কর প্রসাদ পাটনা বিমানবন্দরে নামতেই ,তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। ‘রবিশঙ্কর প্রসাদ গো ব্যাক’ স্লোগান জোরদার হয়ে ওঠে পাটনা বিমানবন্দর চত্বরে। বিক্ষোভকারীদের দাবি, পাটনা সাহিব কেন্দ্রে আর কে সিনহাকে প্রার্থী করতে হবে।
No comments:
Post a Comment