ফের কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক। তৃণমূলের দাবি, বাড়ি বাড়ি গিয়ে বাহিনীর অনেকে হুমকি দিচ্ছেন। এ নিয়ে কমিশনে নালিশ জানানো হবে বলে মন্তব্য ফিরহাদ হাকিমের।
ভোটের দামামা বাজতেই রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। নানা কেন্দ্রে চলছে রুট মার্চ। কাঁধে বন্দুক নিয়ে নজরদারিতে ভারী বুট।কিন্তু অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীরই একাংশ আস্থা অর্জনের নামে বাড়ি বাড়ি গিয়ে শাঁসাচ্ছেন।
এর আগে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানো নিয়ে কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চরমে ওঠে। জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবার লোকসভা ভোটের মুখে, সেই কেন্দ্রীয় বাহিনীকে ঘিরেই নতুন বিতর্ক।
No comments:
Post a Comment