
দুর্ভেদ্য দুর্গ আমেঠীর সঙ্গে পাশাপাশি কেরলের ওয়ানাড কেন্দ্র থেকেও প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। এই প্রথম দু’টি কেন্দ্র থেকে লোকসভা ভোটে লড়বেন রাহুল। আজ রবিবার এই ঘোষণা করেন কংগ্রেস নেতা এ কে অ্যান্টনি।
হিন্দি বলয়ে কংগ্রেসের দীর্ঘদিনের দুর্ভেদ্য ঘাঁটি উত্তরপ্রদেশের অমেঠি। গাঁধী পরিবারের দুই প্রজন্মের চার জন প্রার্থী এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন। ১৯৯৮ সালে এক বার মাত্র বিজেপি প্রার্থী এখান থেকে জিতলেও এখনও পর্যন্ত নেহরু গাঁধী পরিবারের কেউ এখান থেকে হারেননি।
অমেঠির সঙ্গে তা হলে দক্ষিণের রাজ্য কেরলের ওয়ানাড কেন্দ্রেও রাহুল প্রার্থী হচ্ছেন কেন? কংগ্রেস সূত্রে দাবি, বেশ কিছু দিন ধরেই দক্ষিণের কংগ্রেস নেতারা দাবি করে আসছিলেন, রাহুল দক্ষিণের একটি কেন্দ্রে প্রার্থী হোন। তাতে গোটা দক্ষিণাঞ্চলে দলের কর্মীদের মনোবল বাড়বে। কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ু তিন রাজ্য থেকেই কংগ্রেস সভাপতিকে প্রার্থী করতে চেয়ে আর্জি জানিয়েছিলেন দলের নেতারা। শেষ পর্যন্ত ওয়ানাড কেন্দ্রকেই বেছে নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment