মঙ্গলবারই গুঞ্জন উঠেছিল কংগ্রেসে যোগ দিতে পারেন বলিউড স্টার ঊর্মিলা মাতন্ডকার। বুধবার দুপুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের তরফে একটি ছবি ট্যুইট করা হয়। রাহুল গান্ধীর হাত থেকে ফুলের তোড়া নিতে দেখা যায় অভিনেত্রীকে। তিনি মুম্বই নর্থ আসন থেকে লড়তে পারেন।
মিলিন্দ দেওড়া এবং সঞ্জয় নিরুপমের পাশে বসে এদিন ঊর্মিলা বলেন,‘সক্রিয় রাজনীতিতে এই আমার প্রথম পদক্ষেপ। আমি এমন পরিবার থেকে এসেছি যেখানে আমার চিন্তা ভাবনা গড়ে উঠেছে মহাত্মা গান্ধী, জওহারলাল নেহরু এবং সর্দার পটেলের নীতিবোধে। ’
No comments:
Post a Comment