
আরও একবার পিছিয়ে গেল বিজেপির প্রার্থী তালিকা। মঙ্গলবারও প্রথম তিন দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না তারা।
সবার আগেই প্রার্থী তালিকা প্রকাশ করে জোরকদমে প্রচারে নেমে পড়েছেন তৃণমূল। কংগ্রেস-সিপিএমও প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কিন্তু গেরুয়া ব্রিগেডেএখনও পর্যন্ত প্রার্থী দিতে পারল
না।
সূত্রের খবর, দিলীপ ও মুকুল গোষ্ঠীর মধ্যেকার প্রবল গোষ্ঠীদ্বন্দ্বই এর প্রধান কারণ।
অর্জুন সিং, শঙ্কুদেব পণ্ডার মতো নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন যারা মূলত মুকুল শিবিরের নেতা। নতুন নেতাদের টিকিট দেওয়া হতে পারে বলে খবর। দিন কয়েক আগে কেন্দ্রীয় নেতাদের কাছে এনিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন দিলীপ ও রাহুল সিনহা শিবিরের নেতারা।
তাঁরা দাবি করেন, সারাবছর যাঁরা কাজ করেন, তাঁরা কেন টিকিট পাবেন না।
এর আগেও নানা ইসুতে দিলীপ-মুকুল দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দিলীপ শিবিরের বক্তব্য, মুকুল দলকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছেন।
প্রসঙ্গত, দিন কয়েক আগে দিলীপ ঘোষ স্বীকার করেছিলেন, বিজেপিতে যোগ্য প্রার্থীর অভাব রয়েছে। অন্য দলের জন্য দরজা খোলা।
No comments:
Post a Comment