লোকসভা আবহেই শহরে কমল হাসান। অভিনেতা হিসেবে নয়, মক্কল নিধি মইয়ম বা MNM পার্টির প্রধান হিসেবে কলকাতা সফরে এলেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা। শহরে এসে নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন কমল হাসান।
বৈঠক শেষে কমল হাসান বলেন, 'আন্দামানে তৃণমূলের জোটসঙ্গী MNM। আমি তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করব।' আন্দামান আসনে ৮ বারের কংগ্রেস সাংসদ মনোরঞ্জন ভক্তের নাতি অয়ন মণ্ডলকে প্রার্থী করেছে তৃণমূল। প্রসঙ্গত, আন্দামানে বাঙালির পাশাপাশি তামিল ভোটব্যাংকও রয়েছে - এই অঙ্ক মাথায় রেখেই এই আসনে তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছে কমল হাসানের মক্কল নিধি মইয়ম।
No comments:
Post a Comment