নাগরিকত্ব বিল আজ রাজ্য সভায় পেশ হবে। নাগরিকত্ব বিল ইস্যুতে তোলপাড় গোটা উত্তর-পূর্ব ভারত। বাংলায় হিন্দু-মুসলমানের রাজনীতি করতে বিজেপি নাগরিকত্ব বিলকে হাতিয়ার করেছে। মতুয়াদের নাগরিকত্ব দিচ্ছে বিজেপ, এই মর্মে জোর প্রচার চালাচ্ছে। যদিও, বিশেষজ্ঞদের মতে কেউ নাগরিকত্ব পাবে না এই বিল থেকে। নাগরিকত্ব বিল পুরোটাই ভাঁওতা।
এই বিল পাশ করানোর জন্য তৃণমূলকে চাপ দিতে নোংরামির আশ্রয় নিল বিজেপি। 'বড়মা' বীণাপাণি ঠাকুরের সই জাল করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল মতুয়া মহা সংঘ। বিজেপির শান্তনু ঠাকুর একটা প্রেস কনফারেন্স করেন এবং এই চিঠি দেখান। যেখানে বড়মা মুখ্যমন্ত্রীকে বলছেন, নাগরিকত্ব বিলে মতুয়াদের লাভ হবে। তাই তৃণমূল যেন এই বিলের পক্ষে থাকে।
কিন্তু এই চিঠি জাল, সই জাল। তৎক্ষণাৎ গাইঘাটা থানায় এফ আই আর করেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি সব সময়ই এই নোংরা কৌশল নেয়, এটা তাদের কাছে প্রত্যাশিত।
এই বিল পাশ করানোর জন্য তৃণমূলকে চাপ দিতে নোংরামির আশ্রয় নিল বিজেপি। 'বড়মা' বীণাপাণি ঠাকুরের সই জাল করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল মতুয়া মহা সংঘ। বিজেপির শান্তনু ঠাকুর একটা প্রেস কনফারেন্স করেন এবং এই চিঠি দেখান। যেখানে বড়মা মুখ্যমন্ত্রীকে বলছেন, নাগরিকত্ব বিলে মতুয়াদের লাভ হবে। তাই তৃণমূল যেন এই বিলের পক্ষে থাকে।
কিন্তু এই চিঠি জাল, সই জাল। তৎক্ষণাৎ গাইঘাটা থানায় এফ আই আর করেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি সব সময়ই এই নোংরা কৌশল নেয়, এটা তাদের কাছে প্রত্যাশিত।
No comments:
Post a Comment