
আবার ধর্না শুরু হতে পারে মেট্রো চ্যানেলে। আবারও সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভাঙার অভিযোগে। তবে এ বার ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে নয়, বরং হুঁশিয়ারিটা তাঁরই বিরুদ্ধে।
শিলিগুড়ি পৌর নিগমকে রাজ্য সরকার চরম বঞ্চনার মুখে ফেলেছে বলে অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন সে শহরের মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য।
অশোক ভট্টাচার্য বললেন, ‘‘শিলিগুড়ি পৌর নিগমকে রাজ্য সরকার দিনের পর দিন বঞ্চিত করছে। রাজ্য সরকার আমাদের প্রায় কোনও টাকাই দিচ্ছে না। আমরা পেয়েছি শুধু চতুর্দশ অর্থ কমিশনের টাকাটা। ওটা রাজ্যের টাকা নয়, কেন্দ্রের টাকা। আর রাজ্য সরকারের কাছ থেকে এত দিনে পেয়েছি ৪ কোটি টাকার মতো।’’ অশোক ভট্টাচার্যের দাবি, মাত্র ১০-২০ হাজার জনসংখ্যা যে সব পুর এলাকায়, সেই সব পুরসভাকেও শিলিগুড়ির চেয়ে অনেক বেশি টাকা দেওয়া হয়েছে।"
শিলিগুড়ির মেয়রের অভিযোগ , ‘‘পুর মন্ত্রীর কাছে একাধিক বার দরবার করেছি। ফোন করলে কখনও ধরেন, কখনও ধরেন না। সহজে দেখাও পাওয়া যায় না। কখনও
সময়ই দেন না, কখনও দেখা করতে গিয়ে আড়াই-তিন ঘণ্টা করে বসে থাকতে হয়। অফিসারদের সঙ্গে দেখা করতে গেলেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করায়।’’
তবে তিনি কবে থেকে ধর্নায় বসবেন তা খোলসা করেননি।
No comments:
Post a Comment