গত ১৪ ই ফেব্রুয়ারী কাশ্মীরের পুলাওমায় ভয়ঙ্কর জঙ্গি আক্রমণে শহীদ ৪৪ জন সেনা। সেনার উপর জঙ্গিদের এটাই সব থেকে বড় আক্রমণ। পাঠানকোটে এয়ারবেসে হামলা, উরি সেনা ছাউনি তে জঙ্গি আক্রমণ এবং এই পুলাওমাতে ভয়াবহ আক্রমণ।
কিভাবে একের পর এক আক্রমণ সম্ভব হচ্ছে? উরি হামলার পর এত বড় হামলা কিভাবে সম্ভব? ইন্টেলিজেন্স সূত্রে খবর পাওয়া সত্ত্বেও কিভাবে বলি হল ৪৪ জন সেনার প্রাণ। উঠছে প্রশ্ন। কার্যতই সম্পূর্ণ ব্যর্থ ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তাঁর দিকে বারবার ব্যর্থতার দায় বর্তাচ্ছে। সেনা মৃত্যু ও সেনা আত্মহত্যা দুটোই বেড়েছে মোদির রাজত্বে।
বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল, মোদি ক্ষমতায় এলে কোনো জঙ্গির সাহস হবে না ভারতে ঢোকার। তাহলে বারবার আক্রমণ কিভাবে? রাষ্ট্রের নিরাপত্তা ইস্যুতে মোদি-অজিত দোভাল জুটিকে প্রশ্ন করছে ভারতবাসী ও নানা রাজনৈতিক দল।
No comments:
Post a Comment