
পশ্চিমবঙ্গে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে বৃহস্পতিবার জানালেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। রাজ্যের শিল্প-বাণিজ্য সম্মেলনে অংশ নিয়ে বৃহস্পতিবার মুকেশ বলেন "এখন এ রাজ্যে তাঁর সংস্থা ২৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই পরিমাণ আরও ১০ হাজার কোটি টাকা বাড়ানো হবে। সারা দেশে আমরা যা বিনিয়োগ করি,তার দশ ভাগের এক ভাগই বাংলায়।’
পাশাপাশি রাজ্যের উন্নয়নের প্রশংসা করেন তিনি। মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে মুকেশ বলেন, "জয় বাংলা। জয় বিশ্ব বাংলা। ‘সিটি অব জয়’ এখন ‘সিটি অব হোপ’। এই দশকের শুরুতে রাজ্যের অর্থনীতির পরিমান ছিল ৪ লক্ষ কোটি টাকা। এখন তা দশ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। সেই জন্য অভিনন্দন মুখ্যমন্ত্রীকে। গত বছর এই মঞ্চ থেকেই বলেছিলাম বাংলা এক নম্বরে যাবে। এখন সেই কথাই বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে।’’
তাঁর বাংলা যে প্রায় সব দিক থেকে নরেন্দ্র মোদীর ভারতকে পিছনে ফেলেছে, তার পরিসংখ্যানও পেশ করেছেন মুখ্যমন্ত্রী। দাবি করেছেন, রাজ্যের কৃষি ও শিল্পের বৃদ্ধি সর্বভারতীয় হারের তুলনায় যথাক্রমে ২৭৪% ও ১৯৪% বেশি। দেশে যখন বছরে দু’কোটি মানুষের কাজ গিয়েছে, তখন পশ্চিমবঙ্গে
বেকারত্ব কমেছে ৪০% হারে। দাবি করেছেন, এ রাজ্যের পরিকাঠামোয় বাড়বাড়ন্ত বাকি ভারতের গড়ের অন্তত চার গুণ।
কে কত বিনিয়োগ করবে বাংলায় ?
রিলায়্যান্স গোষ্ঠী- কর্ণধার মুকেশ অম্বানী জিয়োর পরিষেবা সম্প্রসারণে আরও ১০ হাজার কোটি টাকার কাজ চলার কথা জানিয়েছেন,
আদানি গোষ্ঠী- করণ আদানি বন্দর ও লজিস্টিকস পার্ক প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন।
চ্যাটার্জী গোষ্ঠী - পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ‘কথা রেখে’ তাঁর অনুসারী শিল্পের কারখানা মুখ্যমন্ত্রীর হাত দিয়ে চালু করেছেন মঞ্চ থেকেই।
জিন্দল গোষ্ঠী- শালবনির সিমেন্ট কারখানার উৎপাদন বাড়ানোর জন্য লগ্নি দ্বিগুন করার কথা জানিয়েছেন র কর্ণধার সজ্জন জিন্দল। ৭০০০ কোটি টাকা লগ্নি করে বিদ্যুৎ কেন্দ্র গড়ার
কথাও বলেছেন তিনি ।
ওয়াই কে মোদী- দুর্গাপুরে মিথেন গ্যাস প্রকল্পে ১৫০০০ কোটি লগ্নি।
এইচ কে এনার্জি- ২০২০ সালের মধ্যে হলদিয়া থেকে গ্যাস পাইপলাইন পাতার কাজ সম্পন্ন হবে। আগেই ৩০০০ কোটি লগ্নি, আরও হবে ২০০০ কোটি।
কুলপি বন্দর - ৩০০০ কোটি
আইটিসি - পাঁচলা ও উলুবেড়িয়ায় ফুড প্রসেসিং প্রকল্পে ১৭০০ কোটি বিনিয়োগ ।
কোকাকোলা- উত্তরবঙ্গে ৫০০ কোটি লগ্নি।
No comments:
Post a Comment