ভারত আজ বিপদে। কৃষক-শ্রমজীবী-মধ্যবিত্ত মানুষ আজ সংকটে। ধর্মীয় সংখ্যালঘু ও নিম্নবর্ণের মানুষ আজ আক্রান্ত। মোদির নেতৃত্বাধীন বিজেপি কর্পোরেটের স্বার্থে ভারতকে বিক্রি করছে। বাংলায় গণতন্ত্র নেই, তৃণমূল নেতারা গুণ্ডামি ও তোলাবাজি করছে সর্বত্র। গরীব কৃষক-শ্রমজীবী মানুষের পাশে না দাঁড়িয়ে, উৎসব করছে, ক্লাব গুলোকে কোটি কোটি টাকা দান খয়রাতি করছে রাজ্য। চাকরিতে নিয়োগ হচ্ছে না। আর নিয়োগ হলে চাকরি পেতে দিতে হচ্ছে লাখ লাখ টাকা। এমনইটাই অভিযোগ অধিকাংশ বাম নেতার।
আগামীকাল ৩ রা ফেব্রুয়ারী ব্রিগেড সমাবেশ হবে সাধারণ মানুষের। বেকারদের স্বপ্ন পূরণের দাবিতে হবে বামেদের ব্রিগেড। নূন্যতম মজুরী সহ কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে মানুষ ভিড় জমাবে ব্রিগেডে। কৃষক-ক্ষেত মজুরের স্বার্থে ভারতজুড়ে লড়ছে বামেরা। আগামীকাল ব্রিগেডে ৮-১০ লাখ মানুষ আসবে, দাবি বামেদের। ব্রিগেড হবে বাংলা সহ ভারতে গণতন্ত্র বাঁচাতে।
No comments:
Post a Comment