গত ৩ রা নভেম্বর সারদা চিট ফান্ড কেসে কলকাতা পুলিস কমিশনারের বাড়িতে হানা দেয় সিবিয়াই। সিবিয়াইকে বাধা দেয় কলকাতা পুলিস ও আটক করা হয়। এরপর সিবিয়াইকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে মোদি-শাহ এই অভিযোগে ধর্মতলায় ধর্নায় বসেন মমতা ব্যানার্জী।
তাঁর এই ধর্নাকেই কটাক্ষ করেছে সিপিয়াইএম। সিপিয়াইএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, "চোরেদের বাঁচাতে ধর্নার নাটক মুখ্যমন্ত্রীর। পুলিসকে নিরাপত্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি তদন্তে বাধা দিচ্ছেন।"
সোমবার "চোর ধরো, জেল ভরো" স্লোগান দিয়ে মিছিলও করে সিপিয়াইএম।
তাঁর এই ধর্নাকেই কটাক্ষ করেছে সিপিয়াইএম। সিপিয়াইএমের সাধারণ সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, "চোরেদের বাঁচাতে ধর্নার নাটক মুখ্যমন্ত্রীর। পুলিসকে নিরাপত্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তিনি তদন্তে বাধা দিচ্ছেন।"
সোমবার "চোর ধরো, জেল ভরো" স্লোগান দিয়ে মিছিলও করে সিপিয়াইএম।
No comments:
Post a Comment