সিবিয়াইয়ের ফাইল করা পিটিশনের ভিত্তিতে সুপ্রীম কোর্টে আজ শুনানি হল। কলকাতার পুলিস কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না বলে স্পষ্ট রায় সুপ্রীম কোর্টের। তবে রাজীব কুমারকে সিবিয়াই তদন্তে সহযোগিতা করতে হবে।
এই জয়কে 'নৈতিক জয়' বলে ধর্না মঞ্চ থেকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ে কিছুটা চাপে বিজেপি।
রাজীব কুমার তথ্য প্রমাণ নষ্ট করছে বলে অভিযোগ করে সিবিয়াই, কিন্তু সুপ্রীম কোর্টে কোনো প্রমাণ দাখিল করতে পারেনি।
কলকাতা পুলিসের সিবিয়াইকে আটক করা নিয়ে কোনো মন্তব্য করেনি কোর্ট। যা জয় হিসাবেই দেখছে কলকাতা পুলিস।
(নীচে ধর্মতলায় ধর্না মঞ্চের ছবি)
এই জয়কে 'নৈতিক জয়' বলে ধর্না মঞ্চ থেকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রায়ে কিছুটা চাপে বিজেপি।
রাজীব কুমার তথ্য প্রমাণ নষ্ট করছে বলে অভিযোগ করে সিবিয়াই, কিন্তু সুপ্রীম কোর্টে কোনো প্রমাণ দাখিল করতে পারেনি।
কলকাতা পুলিসের সিবিয়াইকে আটক করা নিয়ে কোনো মন্তব্য করেনি কোর্ট। যা জয় হিসাবেই দেখছে কলকাতা পুলিস।
(নীচে ধর্মতলায় ধর্না মঞ্চের ছবি)
No comments:
Post a Comment