রাফায়েল ইস্যুতে বেকায়দায় মোদি ও অনিল আম্বানী। ২০১৫ সালে রাফায়েল চুক্তির জন্য প্রধানমন্ত্রী ফ্রান্স সফরের ১৫ দিন আগে অনিল আম্বানী প্যারিসে ফ্রান্সের ডিফেন্স মিনিস্টারের অফিসে গেছিলেন। দুর্নীতি ক্রমশ প্রকাশ্যে আছে।
(সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী)
এতদিন রাহুল গান্ধী মোদীকে ‘চোর’ বলে উল্লেখ করতেন। এ বার তাঁকে ‘অম্বানীদের দালাল’ বলে কটাক্ষ করলেন। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করে তিনি বলেন, রাফাল দুর্নীতি কোনও সাধারণ দুর্নীতি নয়, বরং দেশদ্রোহের সমান।
সোমবার দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন রাহুল গান্ধী। সেখানে একটি ইমেল তুলে ধরেন তিনি।
অর্থাৎ, মোদি ও বিজেপি ক্রমাগত রাফায়েল জালে জড়িয়ে পড়ছে। ডিফেন্স এক্সপার্টদের মতে এটা স্বাধীন ভারতের সবচেয়ে বড় ডিফেন্স কেলেংকারি। লোকসভা ভোটে বিজেপির ভরাডুবির কারণ হতে পারে এই রাফায়েল দুর্নীতি।
No comments:
Post a Comment