ভোটের আগে বাংলায় পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে গুজবের বিষ। ভুয়ো খবর ও গুজবের জেরে এ রাজ্যে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে। সম্প্রতি পুলওয়ামা-কাণ্ডের পরে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপে ভুয়ো ভিডিয়ো দেখে শিউরে উঠছেন রাজ্যবাসী! সন্দেহের বশে নিরীহ মানুষকে মারধর করা হচ্ছে। প্রায় প্রতিদিন গুজবের জেরে গুজবের জেরে কলকাতার তিলজলা, কসবা, আনন্দপুর, টালিগঞ্জে একাধিক গণপিটুনির মতো ঘটনা ঘটেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি কড়া হাতে মোকাবিলা করতে নির্দেশ দেওয়ার পরে তদন্তে নামে পুলিশ। তদন্তকারীদের দাবি,প্ররোচনামূলক ছবি এবং ভিডিয়ো ছাড়ানো হচ্ছে রাজ্যের বাইরে থেকে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। গুজব ছড়ানোর নেপথ্যে বড় মাথা রয়েছে।
শুধু পুলিশ নয়, নানা সংগঠন ও সাধারণ মানুষও গুজব নিয়ে সচেতন করতে ময়দানে নেমেছেন।
*** বাংলার চোখ তার সকল পাঠককে ভুয়ো খবর ও গুজবের দ্বারা প্রভাবিত না হতে অনুরোধ করছে। ভুয়ো খবর, ছবি বা ভিডিও দেখলে পুলিশে খবর দিন। আমাদের শান্তির বাংলাকে আমরা অশান্ত হতে দেব না। ***
No comments:
Post a Comment