উত্তর ভারতে বিজেপির জনপ্রিয়তা নিম্নমুখী। পাঁচ রাজ্যে বিধানসভায় হারের পর বিজেপি থেকে মুখ ফেরাচ্ছে উত্তর ও পশ্চিম ভারত। উত্তর প্রদেশে বিজেপি সংকটে। উত্তর প্রদেশে প্রায় প্রতিটি উপ নির্বাচনে হেরেছে বিজেপি। এমনকি যোগীর ছেড়ে আসা লোকসভা কেন্দ্র গোরক্ষপুরে হেরেছে বিজেপি।
যোগী ক্ষমতায় আসার পর বেড়েছে ক্রাইম। দলিত, আদিবাসী ও নিম্নবিত্ত মানুষ আক্রান্ত হচ্ছে রোজ। মহিলারা বিপদে, ধর্ষণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
সমস্ত সমীক্ষায় ইঙ্গিত, উত্তর প্রদেশে লোকসভায় বাজে ভাবে হারতে চলেছে বিজেপি।
অথচ যোগী বাংলায় রোজ প্রচারে আসছেন। বাংলায় সাম্প্রদায়িকতা ছড়াতে যোগীকে মাঠে নামাচ্ছে বিজেপি। নিজের রাজ্যে সম্পূর্ণ ব্যর্থ হলেও বাংলায় দাঙ্গা বাধাতে যোগীতেই ভরসা গেরুয়া শিবিরের। মুখ্যমন্ত্রী হিসাবে সব দিক থেকে সম্পূর্ণ রূপে ব্যর্থ যোগী, সকল রিপোর্টে উঠে আসছে এই তথ্য।
তৃণমূলের মতে, "যোগী নিজের রাজ্য সামলাতে পারছে না, সে আবার বাংলায় আসছে দাঙ্গা বাধাতে। বাংলার মানুষ দাঙ্গাবাজদের বাংলা ছাড়া করবে।"
বাম নেতারা জানান, "যোগী ভারতে গণতন্ত্রের জন্য ক্যান্সার। যোগী একজন ক্রিমিনাল। বিজেপি তাকে বাংলায় ভোট প্রচারে নামাচ্ছে পোলারাইজ করতে। বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করবে।"
যোগী ক্ষমতায় আসার পর বেড়েছে ক্রাইম। দলিত, আদিবাসী ও নিম্নবিত্ত মানুষ আক্রান্ত হচ্ছে রোজ। মহিলারা বিপদে, ধর্ষণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
সমস্ত সমীক্ষায় ইঙ্গিত, উত্তর প্রদেশে লোকসভায় বাজে ভাবে হারতে চলেছে বিজেপি।
অথচ যোগী বাংলায় রোজ প্রচারে আসছেন। বাংলায় সাম্প্রদায়িকতা ছড়াতে যোগীকে মাঠে নামাচ্ছে বিজেপি। নিজের রাজ্যে সম্পূর্ণ ব্যর্থ হলেও বাংলায় দাঙ্গা বাধাতে যোগীতেই ভরসা গেরুয়া শিবিরের। মুখ্যমন্ত্রী হিসাবে সব দিক থেকে সম্পূর্ণ রূপে ব্যর্থ যোগী, সকল রিপোর্টে উঠে আসছে এই তথ্য।
তৃণমূলের মতে, "যোগী নিজের রাজ্য সামলাতে পারছে না, সে আবার বাংলায় আসছে দাঙ্গা বাধাতে। বাংলার মানুষ দাঙ্গাবাজদের বাংলা ছাড়া করবে।"
বাম নেতারা জানান, "যোগী ভারতে গণতন্ত্রের জন্য ক্যান্সার। যোগী একজন ক্রিমিনাল। বিজেপি তাকে বাংলায় ভোট প্রচারে নামাচ্ছে পোলারাইজ করতে। বাংলার মানুষ তাকে প্রত্যাখ্যান করবে।"
No comments:
Post a Comment