ঝড়ের বেগে ছুটতে গিয়ে হোঁচট খেল বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা শুরুর একদিনের মধ্যেই যান্ত্রিক গোলযোগের শিকার হতে হল দেশের দ্রুতগামী ট্রেনকে। শনিবার সকালে বারাণসী থেকে নয়া দিল্লি ফেরার পথে যান্ত্রিক গোলযোগের জেরে থমকে গেল ট্রেন ১৮-র চাকা। শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের তুন্দলা জংশন থেকে ১৫ কিমি দূরে।
কী ঘটেছিল? ট্রেন ১৮-র শেষের কামরাগুলিতে শব্দ হচ্ছিল। কিছু সময়ের জন্য ট্রেনের গতিবেগও কমানো হয়েছিল। ধোঁয়া দেখা গিয়েছিল, সেইসঙ্গে ট্রেনের শেষের ৪টি কামরায় জ্বালানির গন্ধ পাওয়া গিয়েছিল। ট্রেনের সব কামরা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঘণ্টায় ১০ কিমি বেগে ট্রেনটি ফের চলতে শুরু করে।
No comments:
Post a Comment