ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিক খুন। এবার অসমের দুমদুমায়। গলা কেটে খুন করা হয়েছে তাঁদের৷ আরো দুই বাঙালির হাতে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয় ৷ মৃতদের নাম মহম্মদ আলি ও শেখ ইদ্রিস আলি।
সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে অসমের তিনসুকিয়ার দুমদুমায় কাজের উদ্দেশ্যে গিয়েছিল সাত-আটজন শ্রমিকের একটি দল৷ সেই দলেরই সদস্য ছিলেন মৃত দুই বাঙালি শ্রমিক৷ সূত্রের খবর, কয়েকদিন আগে তাঁদের সঙ্গে অজ্ঞাত পরিচয় কয়েকজনের সম্ভবত টাকা-পয়সা নিয়ে বচসা হয়৷
এরপর গতকাল অর্থাৎ শনিবার হঠাৎই এদের উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা৷ গলা কেটে খুন করা হয় এই দুই বঙ্গসন্তান কে ৷ বাধা দিতে গেলে হাত কেটে দেওয়া হয় আরও দু’জনের৷
রবিবার সকালে দুমদুমা থানা থেকে এই খুনের খবর জানানো হয় পাঁশকুড়া থানায়৷ এরপরই খবর দেওয়া হয় মৃতদের বাড়িতে৷ ঘটনার তদন্ত শুরু করেছে দুমদুমা থানার পুলিশ৷
প্রসঙ্গত, গত বছর অসমের তিনসুকিয়াতেই খুন করা হয় পাঁচ বাঙালিকে। নাগরিকপঞ্জি নিয়ে বিতর্কের মাঝে ওই পাঁচ বাঙালি খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অসম থেকে এ রাজ্য। মৃতদের নাম ছিল, শ্যামলাল বিশ্বাস, অনন্ত বিশ্বাস, অবিনাশ বিশ্বাস,সুবল দাস ও ধনাই নমশূদ্র। এই হত্যাকাণ্ডে এনআরসিকে কেন্দ্র করে যে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছিল তারই ফলশ্রুতি হিসেবে মনে করেছে রাজনৈতিক মহলের একাংশ।
রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেছেন, এনআরসি ও বাঙালি বি কারণ কে কেন্দ্র করে আসামে যে বাঙালি বিরোধী পরিস্থিতি তৈরি হয়েছে তারই ফলশ্রুতি এই দুই বাঙালি শ্রমিক খুন হলেন।
No comments:
Post a Comment