সীমান্ত পেরিয়ে ভারতীয় বিমানবাহিনীর পাকিস্তানের মাটিতে গিয়ে এয়ার স্ট্রাইক করার পর ভারত-পাকিস্তান সীমান্তে প্রবল উত্তেজনা। এরই মধ্যে অভিনন্দন বর্তমান সহ দুইজন বায়ুসেনার অফিসারকে পাকিস্তান আটক করেছে। তাদের সুস্থ শরীরে ফেরত আসার প্রার্থনায় গোটা ভারত।
এমন উত্তেজক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বিভিন্ন স্থানের বুথ কর্মীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট প্রচারের অঙ্গ হিসেবে "মেরা বুথ সবসে মজবুত" নামের দলীয় কর্মসূচিতে ব্যস্ত।
এই ব্যাপারে মোদীকে প্রবল কটাক্ষে বিদ্ধ করেছে বিরোধীরা।
বিরোধীদের অভিযোগ, অভিনন্দন বর্তমান এখনও পাকিস্তানের কবলে, ভারত-পাকিস্তান সীমান্তে প্রবল উত্তেজনা,যুদ্ধ পরিস্থিতি। এমন সময়েও মোদি রাজনীতি করার কোনো সুযোগ ছাড়েন না, কোনো রাজনৈতিক কর্মসূচি বাতিল করেন না। অথচ সেনাকে ভোট রাজনীতির হাতিয়ার হিসেবে যেভাবে বিজেপি ব্যবহার করে তা নিয়ে প্রশ্ন করলেই 'রাষ্ট্রদ্রোহী' বলে দাগিয়ে দেয় তারা।
No comments:
Post a Comment