এক সময় বাংলা সিনেমায় রূপা গাঙ্গুলির নাম শুনলেই শিহরণ জাগত পুরুষের মনে। কিন্তু বয়স হয়েছে- সেই রূপ যৌবন এখন আর নেই, তাই ক্রমাগত লকেট চ্যাটার্জীর সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে রূপা গাঙ্গুলি। দুজনের কেউই রাজনীতি থেকে উঠে আসা না, কিন্তু রাজ্য বিজেপি তাদের সামনে রাখত যুব সমাজকে আকৃষ্ট করতে। এতে ক্ষুব্ধ আর এস এস। কিন্তু বাংলায় ভোট জিততে লকেটকে বড় অস্ত্র করতে চায় বিজেপি।
লকেটের কাছে ক্রমাগত পিছিয়ে পড়ায় হতাশ রূপা শিবির। বিজেপির মহিলা নেতৃত্বের সাথে কথা বললেই স্পষ্ট হচ্ছে এই লড়াইয়ের কথা। লকেটের দ্রুত উত্থানে ক্ষুব্ধ আর এস এস থেকে উঠে আসা বিজেপির মহিলা কর্মীরাও।
লকেট কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীর ঘনিষ্ঠ। সেই কারণেই বাংলার দায়িত্ব না থাকলেও, ঘন ঘন কলকাতা আসে বিজয়বর্গী, বিজেপির ঘনিষ্ঠ সূত্রে খবর এটাই। লকেটের বিজেপিতে উত্থানের পিছনে কারণ কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে ঘনিষ্ঠতা, এমনই মত নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য মহিলা মোর্চার এক নেত্রীর।
লকেটের কাছে ক্রমাগত পিছিয়ে পড়ায় হতাশ রূপা শিবির। বিজেপির মহিলা নেতৃত্বের সাথে কথা বললেই স্পষ্ট হচ্ছে এই লড়াইয়ের কথা। লকেটের দ্রুত উত্থানে ক্ষুব্ধ আর এস এস থেকে উঠে আসা বিজেপির মহিলা কর্মীরাও।
লকেট কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীর ঘনিষ্ঠ। সেই কারণেই বাংলার দায়িত্ব না থাকলেও, ঘন ঘন কলকাতা আসে বিজয়বর্গী, বিজেপির ঘনিষ্ঠ সূত্রে খবর এটাই। লকেটের বিজেপিতে উত্থানের পিছনে কারণ কয়েকজন কেন্দ্রীয় নেতার সাথে ঘনিষ্ঠতা, এমনই মত নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য মহিলা মোর্চার এক নেত্রীর।
No comments:
Post a Comment