টানা কয়েক মাসের অনিশ্চয়তার শেষ। ঝাড়খণ্ডের আগামী লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্ত সোরেনকেই তুলে ধরবে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট। বিধানসভা নির্বাচনের পাশাপাশি বিরোধী দলগুলির মধ্যেআসনরফা চূড়ান্ত হয়ে গিয়েছে লোকসভা নির্বাচনের জন্যও।
ঝাড়খণ্ডে বিজেপি বিরোধী জোটে সামিল হয়েছে কংগ্রেস, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, সিপিআই, আরজেডি এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চা। প্রাথমিক ভাবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ১৪টি লোকসভা আসনের মধ্যে চারটি আসনে লড়বে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, একটি আসনে লড়বে আরজেডি, হাজারিবাগের আসনে লড়বে সিপিআই, ঝাড়খণ্ড বিকাশ মোর্চা লড়বে দু’টি আসনে এবং বাকি ছ’টি আসনে লড়বে কংগ্রে
No comments:
Post a Comment