লোকসভা নির্বাচন দোরগোড়ায়। সব শিবিরেই তৎপরতা তুঙ্গে।বাংলায় তৃণমূল কংগ্রেস কোন কোন কেন্দ্রে কাদের প্রার্থী করবে তা এখনো চূড়ান্ত নয়। কিন্তু এখনও পর্যন্ত দলীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী দেখে নিন কারা হচ্ছেন সম্ভাব্য তৃণমূল প্রার্থী? বাংলার চোখের বিশেষ রিপোর্ট।
কোচবিহার- পার্থপ্রতিম রায়
আলিপুরদুয়ার- দশরথ তিরকে
জলপাইগুড়ি- বিজয় বর্মণ
দার্জিলিং- সুরজিৎ করপুরকায়স্থ/ শ্যাম থাপা
রায়গঞ্জ- মদন মিত্র
বালুরঘাট- অর্পিতা ঘোষ/ বিপ্লব মিত্র
মালদহ (নর্থ)- সাবিত্রী মিত্র
মালদহ(সাউথ)- মোয়াজ্জেম হোসেন
জঙ্গিপুর- মহম্মদ সোহরাব/ আখরুজ্জামান(এমএলএ)
মুর্শিদাবাদ- মইনুল হাসান
হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায় / স্বপন বন্দ্যোপাধ্যায়
উলুবেড়িয়া- সাজদা আহমেদ
শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
হুগলি- রত্না দে নাগ
আরামবাগ- অপরূপা পোদ্দার
বর্ধমান(পূর্ব)- সুনীল মণ্ডল
বর্ধমান -দুর্গাপুর- অসীম রায় (প্রাক্তন বিচারপতি)
বোলপুর- অনুব্রত মণ্ডল অথবা অনুব্রত মণ্ডল মনোনীত
বহরমপুর- অপূর্ব সরকার
কৃষ্ণনগর- অজয় দে
রাণাঘাট- তাপস মণ্ডল
বনগাঁ- মমতা ঠাকুর
বারাকপুর- দীনেশ ত্রিবেদি
দমদম- শোভন চট্টোপাধ্যায়(প্রাক্তন মেয়র)
বারাসত- কাকলি ঘোষদস্তিদার
বসিরহাট- ইদ্রিশ আলি
জয়নগর- প্রতিমা মণ্ডল
মথুরাপুর- সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
ডায়মণ্ডহারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়
যাদবপুর- দেবাশিস কুমার
কলকাতা (দক্ষিণ)- সুব্রত বক্সি
কলকাতা(উত্তর)- সুদীপ বন্দ্যোপাধ্যায়
তমলুক-দিব্যন্দু অধিকারী
কাঁথি- শিশির অধিকারী
ঘাটাল- দীপক অধিকারী
ঝাড়গ্রাম – সিদ্ধান্ত নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
মেদিনীপুর- সন্ধ্যা রায়
পুরুলিয়া- মৃগাঙ্ক মাহাতো
বাঁকুড়া- মুনমুন সেন/ রাজীব ঘোষাল
বিষ্ণুপুর- অরূপ চক্রবর্তী
আসানসোল- শত্রুঘ্ন সিনহা/ জিতেন্দ্র তেওয়ারি/ অভিজিৎ ঘটক
বীরভূম- শতাব্দী রায়
No comments:
Post a Comment