উত্তরপ্রদেশ-সহ সারা দেশে দলের নেতৃত্বের বদল প্রয়োজন, দাবি উঠল বিজেপির ভিতরেই। মোদি-যোগী-অমিত শা দলের ও দেশের জন্য ক্ষতিকারক। তাই যোগী আদিত্যনাথকে সরিয়ে রাজনাথ সিংহকে মুখ্যমন্ত্রী করার দাবি তুললেন উত্তরপ্রদেশে দলের গুরুত্বপূর্ণ নেতা সঙ্ঘপ্রিয় গৌতম। পাশাপাশি নিতিন গডকড়ীকে দেশের উপপ্রধানমন্ত্রী করা হোক, সংবাদ মাধ্যমকে পাঠানো বিবৃতিতে এই কথা জানিয়েছেন তিনি।
শুধু যোগী আদিত্যনাথই নন, সঙ্ঘপ্রিয় গৌতমের নিশানায় আছেন খোদ বিজেপি সভাপতি অমিত শাহ-ও। তাঁর দাবি, অমিত শাহ-র সরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তাঁর জায়গায় দলের সর্বভারতীয় সভাপতি পদে নিয়ে আসা হোক মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানকে।
লোকসভা ভোটের আগে বিজেপিতে বিদ্রোহ। একের পর এক নেতা মোদি-শাহ র বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছেন। এখন দেখার বিজেপি এই অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারে কিনা।
লোকসভা ভোটের আগে বিজেপিতে বিদ্রোহ। একের পর এক নেতা মোদি-শাহ র বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছেন। এখন দেখার বিজেপি এই অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারে কিনা।
No comments:
Post a Comment