অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিয়াই সিরিজ জয় ভারতের। এই সফরেই প্রথমবার টেস্ট সিরিজ জিতেছে ভারত। ক্যাপ্টেন বিরাটের নেতৃত্বে ভারতের জয়ধ্বজা উড়ছে।
মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটই সিরিজ জিতল ভারত। বিরাট কোহালি ফেরার পর চতুর্থ উইকেটে কেদার যাদবের সঙ্গে তাঁর জুটিই জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে গেল দলকে। একদিনের সিরিজে টানা তিন ম্যাচে পঞ্চাশ করে ফেললেন তিনি। দুই উইকেটে ভারত যখন ৫৯, তখন ক্রিজে এসেছিলেন ধোনি। প্রথমে কোহালির সঙ্গে জুটিতে পঞ্চাশের বেশি রান, তারপর কেদার যাদবের সঙ্গে একশো রানের জুটিতে জয় ছিনিয়ে আনলেন এমএসডি। কেদারের সঙ্গে অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটের জুটিতে ১৯.২ ওভারে ১২১ রান যোগ করলেন ধোনি। যা ফারাক গড়ে দিল। একদিনের সিরিজ জেতাল ২-১ ফলে।
No comments:
Post a Comment