২০১৪ লোকসভা ভোটের আগে মূল ইস্যু ছিল কালো টাকা। রামদেব থেকে আন্না হাজারে সকলেই ছিলেন লড়াইয়ের মাঠে। মোদি ভোটের ময়দান গরম করেছিল বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার কথা বলে। বলা হয়েছিল, কালো টাকা ফিরিয়ে এনে সব ভারতীয়র একাউন্টে ১৫ লাখ করে দেওয়া হবে।
২০১৯ র ভোট এসে গেল। কালো টাকা আসেনি। ভারতের মানুষকে ঠকিয়েছে মোদি। সবাই জানতে চায়, ১৫ লাখ কবে একাউন্টে ঢুকছে? এদিকে ব্যাংকের টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে একের পর এক শিল্পপতি।
মানুষের সাথে বিশ্বাসঘাতকায় ক্ষুব্ধ দেশবাসী।
২০১৯ র ভোট এসে গেল। কালো টাকা আসেনি। ভারতের মানুষকে ঠকিয়েছে মোদি। সবাই জানতে চায়, ১৫ লাখ কবে একাউন্টে ঢুকছে? এদিকে ব্যাংকের টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে একের পর এক শিল্পপতি।
মানুষের সাথে বিশ্বাসঘাতকায় ক্ষুব্ধ দেশবাসী।
No comments:
Post a Comment