স্থায়ী শিক্ষকের সমস্যা দূর করতে রাজ্যের বিদ্যালয়গুলিতে ইন্টার্ন শিক্ষক নিয়োগের ব্যাপারে মুখ্যমন্ত্রীর ঘোষণার বিরুদ্ধে এবার দ্বিমুখী রণকৌশল নিচ্ছে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। সরকারি আদেশ বেরনোর পরই তারা এবিষয়ে আদালতে মামলা রুজুর পরিকল্পনা করেছে। পাশাপাশি রাস্তায় বিক্ষোভ আন্দোলনের পথেও তারা থাকার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সংগঠনের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র সাংবাদিক বৈঠকে তাঁদের এই জোড়া পরিকল্পনার কথা জানান।
সায়নদীপ বলেন, শিক্ষক নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে এড়িয়ে ভোটের আগে মাত্র দু-আড়াই হাজার টাকায় ইন্টার্নশিপ ব্যবস্থা চালু করার মাধ্যমে সরকার বাংলার কর্মপ্রার্থী গোটা যুব সমাজের সঙ্গে প্রতারণা করেছেন। ইতিমধ্যেই স্থায়ী শিক্ষকের চাকরির জন্য সরকারের প্যানেলভুক্ত হয়ে রয়েছেন কয়েক হাজার যোগ্য প্রার্থী। তাঁদের বঞ্চিত করে এভাবে সদ্য স্নাতক হওয়া দলীয় ক্যাডারদের সরকারি অর্থে হাতখরচ জোগানোর বন্দোবস্ত করতে চলেছে শাসকপক্ষ। আমরা এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ছাত্র সংগঠন ইতিমধ্যেই এনিয়ে পথে নেমেছে। এবার আমরা ময়দানে নামছি। সরকারকে বার্তা দিতে আগামী ২৯ তারিখ মঙ্গলবার বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হবে। এরপরও সরকারের হুঁশ না ফিরলে আগামীদিনে রাজ্য অচল করা হবে। একইসঙ্গে সরকারি আদেশ বেরনোর পর এনিয়ে আদালতের শরণাপন্নও হওয়ার কথা ভাবা হয়েছে। ইতিমধ্যেই এবিষয়ে একদফা আইনি পরামর্শ নেওয়া হয়েছে। সায়নদীপ জানান, বিজেপি ও তৃণমূলের মেরুকরণের রাজনীতির প্রতিবাদে আগামী ৩০ তারিখ গান্ধীজির নিধন দিবসে তারা রাজ্যের নানা প্রান্তে মশাল মিছিল করবে।
No comments:
Post a Comment