২০১৮-য় ৩৯% সম্পদ বৃদ্ধি দেশের ধনীদের, গরিবদের বাড়ল মোটে ৩%।
গত বছরে আরও ফুলেফেঁপে উঠলেন দেশের ধনী মানুষেরা। ২০১৮ সালে ভারতীয় বিলিয়নেয়ারদের সম্পত্তি দিনে ২,২০০ কোটি টাকা করে বেড়েছে। দেশের সবচেয়ে ধনী ১% মানুষ আরও ৩৯% বেশি ধনী হয়েছেন। উলটোদিকে ভারতীয় জনসংখ্যার নীচুতলার মানুষজনের সম্পত্তি বেড়েছে মোটে ৩%।
No comments:
Post a Comment