বাংলার নানা জায়গায় হিন্দু ধর্ম ও নানা দেবদেবীর নামে গজিয়ে উঠছে নানা সংগঠন। নামে ধর্মীয় সংগঠন, পিছনে গভীর ষড়যন্ত্র। এই সংগঠনের কাজে বাইরে থেকে লোক আসছে।
উত্তর ভারত থেকে বজরং দল, আর এস এসের ক্যাডার ও গুণ্ডা ঢোকাচ্ছে বিজেপি। অনেকের আবার নানা রাজ্যের ভোটার কার্ড আছে। ত্রিপুরাতেও একই স্টাইলে ঘুঁটি সাজিয়েছিল গেরুয়া শিবির। সাম্প্রদায়িক বিষ ছড়াতে, দাঙ্গা লাগাতে এবং গুণ্ডামির জন্য কাজ করে এই সব বহিরাগতরা।
চিন্তায় গোয়েন্দা শিবির। পুলিস সূত্রে জানানো হয়েছে, বিজেপি ঝাড়খণ্ড ও বিহার বর্ডার দিয়ে এসব লোক ঢোকাচ্ছে।
উত্তর ভারত থেকে বজরং দল, আর এস এসের ক্যাডার ও গুণ্ডা ঢোকাচ্ছে বিজেপি। অনেকের আবার নানা রাজ্যের ভোটার কার্ড আছে। ত্রিপুরাতেও একই স্টাইলে ঘুঁটি সাজিয়েছিল গেরুয়া শিবির। সাম্প্রদায়িক বিষ ছড়াতে, দাঙ্গা লাগাতে এবং গুণ্ডামির জন্য কাজ করে এই সব বহিরাগতরা।
চিন্তায় গোয়েন্দা শিবির। পুলিস সূত্রে জানানো হয়েছে, বিজেপি ঝাড়খণ্ড ও বিহার বর্ডার দিয়ে এসব লোক ঢোকাচ্ছে।
No comments:
Post a Comment