হবে অসমিয়া সংরক্ষণ। আসামে চাকরি-বাকরি, ভোটে লড়া, জমি-বাড়ি কেনা, ব্যবসা করার ক্ষেত্রে বাঙালির সুযোগ সীমিত করা হবে। আসামের জনসংখ্যা প্রায় ৩.১ কোটি। বাঙালি প্রায় ১.৩-১.৪ কোটি, যা অসমিয়াদের থেকে বেশি। কিন্তু আসামে বাঙালিদের সমস্ত নাগরিক অধিকার, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার কেড়ে নেওয়ার কথা ঘোষণা মোদির।
শুধু ঘোষণা না, অসমিয়া সংরক্ষণ করতে উচ্চ পর্যায়ের কমিটি গড়লেন মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট। প্রাক্তণ আইএএস অফিসার ও বিশিষ্ট অসমিয়াদের নিয়ে এই কমিটি গড়া হল, যা আগামী ছ মাসের মধ্যে জরুরী ভিত্তিতে রিপোর্ট দেবে।
আসামের ক্ষমতাশালী বিজেপি নেতা হিমন্ত বিশ্বেশর্মা আজ সাংবাদিক সম্মেলনে বললেন, 'যদি কোন গ্রামে একজনও অসমিয়া থাকেন তবে তার জন্য পঞ্চায়েতের আসন সংরক্ষিত হয়ে যাবে এমন ব্যবস্থা হচ্ছে । আসুর উচিৎ এই ঐতিহাসিক সুযোগে অংশ নেওয়া।'
অর্থাৎ আসামে বাঙালি 'দাস' হয়ে যাবে, সেটা নিশ্চিত করা হচ্ছে। আতঙ্কে বাঙালিরা। প্রতিবাদে পথে নামার কথা বলছেন আসামের বাঙালি সংগঠনগুলি।
শুধু ঘোষণা না, অসমিয়া সংরক্ষণ করতে উচ্চ পর্যায়ের কমিটি গড়লেন মোদির নেতৃত্বাধীন ক্যাবিনেট। প্রাক্তণ আইএএস অফিসার ও বিশিষ্ট অসমিয়াদের নিয়ে এই কমিটি গড়া হল, যা আগামী ছ মাসের মধ্যে জরুরী ভিত্তিতে রিপোর্ট দেবে।
আসামের ক্ষমতাশালী বিজেপি নেতা হিমন্ত বিশ্বেশর্মা আজ সাংবাদিক সম্মেলনে বললেন, 'যদি কোন গ্রামে একজনও অসমিয়া থাকেন তবে তার জন্য পঞ্চায়েতের আসন সংরক্ষিত হয়ে যাবে এমন ব্যবস্থা হচ্ছে । আসুর উচিৎ এই ঐতিহাসিক সুযোগে অংশ নেওয়া।'
অর্থাৎ আসামে বাঙালি 'দাস' হয়ে যাবে, সেটা নিশ্চিত করা হচ্ছে। আতঙ্কে বাঙালিরা। প্রতিবাদে পথে নামার কথা বলছেন আসামের বাঙালি সংগঠনগুলি।
No comments:
Post a Comment