
এ বার লোকসভা ভোটে ‘গুরু’ আর ‘চেলা’র ঘুম একই সঙ্গে ছুটিয়ে দেবেন বলে জানালেন বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী মায়াবতী। শনিবার আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (সপা)-র সঙ্গে জোট গড়ার আনুষ্ঠানিক ঘোষণা করেন মায়াবতী ও অখিলেশ।
লখনউয়ে এ দিন বেলা ১২টায় শুরু হয় মায়াবতী ও অখিলেশ সিংহ যাদবের যৌথ সাংবাদিক সম্মেলন। শুরু করেন মায়াবতী। বসপা নেত্রী বলেন, ‘‘আজকের মোদী সরকার অহঙ্কারী। তাই তাদের হারতে হবেই। সামনের লোকসভা ভোটে সপা এবং বসপা জোট বেঁধে লড়বে। আর সেটা হলে বিজেপিকে হারানো যাবে অনায়াসেই। তাই আমজনতার কথা মাথায় রেখেই এই জোট গড়ে তোলা হল।’’

No comments:
Post a Comment