রাম এখন ভারতীয় রাজনীতির অন্যতম বড় হাতিয়ার৷সব হিন্দুত্ববাদী সংগঠন গুলি এই ‘রামমন্দির' ইস্যুতে ক্রমশ চাপ বাড়াচ্ছে বিজেপির ওপর।কিন্তু এবার রামের কপিরাইট বিজেপির থেকে ছিনিয়ে নিল কংগ্রেস! আর তাদের রাম স্বয়ং রাহুল!
আগামী ৩ তারিখ পটনায় ‘জন আরক্ষণ সভা’ রয়েছে৷ তার আগেই রাহুল গান্ধীর চবির পোস্টারে ছেয়ে গেছে গোটা পাটনা৷ কিন্তু এই পোস্টারের সবচেয়ে আকর্ষণের বিষয় হল, পোস্টারে রামের ছবিতে রাহুল গান্ধীর মুখ! সেই পোস্টারে লেখা -"ওরা রাম নাম জপতে থাকুক,তুমি রাম হয়ে থাকো।"
এই রাম অবতারে রাহুলের যে পোস্টার সেই নিয়ে মন্তব্য করেছেন পাটনার কংগ্রেস কর্মী বিজয় কুমার সিং৷ তাঁর বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী শুধু ‘রাম’ নিয়ে রাজনীতি করে চলেছেন৷ কিন্তু আসল রাম হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ তাঁর মধ্যে ‘রাম’-এর সকল গুণই রয়েছে৷ তাই তাঁকেই ‘রাম’ মানায়৷ প্রসঙ্গত, এই কর্মীর উদ্যোগেই এমন পোস্টারে ছয়লাপ গোটা পটনা৷
এই কংগ্রেস কর্মীর আরও বক্তব্য, বিজেপি শুধুমাত্র ভোট রাজনীতির জন্য অযোধ্যা মামলা নিয়ে খেলছে৷ সুপ্রিম কোর্ট কী রায় দেয় তার ওপর সব নির্ভর করছে৷ সেই রায়ের পরেই নিজেদের অবস্থান সম্পর্কে বিবেচনা করা হবে৷
অন্যদিকে দেশের উন্নয়ন নিয়েও বিজেপিকে কটাক্ষ করে এই কর্মী বলেন, দেশের উন্নতির স্বার্থে বিজেপি কিছুই করেনি, শুধু ভোট রাজনীতি করে গিয়েছে শেষ কয়েক বছর ধরেগুরুত্বপূর্ণ সমস্ত প্রকল্প, সিদ্ধান্ত সব কংগ্রেসই নিয়েছে৷"
No comments:
Post a Comment