লোকসভা ভোট আসছে, দামামা বেজে গেছে। প্রচার শুরু করেছে সব দলই। পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে তৎপর বিজেপি। কিন্তু বিরোধীদের জোটবার্তায় শঙ্কিত বিজেপি।
এই সময়ে দাঁড়িয়ে বিজেপি নেতা মুকুল রায় বললেন, 'বাংলায় তৃণমূল লোকসভায় ২০ র বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব।' মুকুলের এই ঘোষণার পরই বিদ্রুপে ফেটে পড়েছে সোশাল মিডিয়া। তৃণমূলের দাবি, "রাজ্যে বিজেপির ২ টা লোকসভা সীট আছে। সেগুলো আগে বাঁচিয়ে দেখান।"
রাজনৈতিক মহলের মতে এই মুকুল এই দাবি করে নিজেকে হাস্যকর করে তুললেন।
এই সময়ে দাঁড়িয়ে বিজেপি নেতা মুকুল রায় বললেন, 'বাংলায় তৃণমূল লোকসভায় ২০ র বেশি আসন পেলে রাজনীতি ছেড়ে দেব।' মুকুলের এই ঘোষণার পরই বিদ্রুপে ফেটে পড়েছে সোশাল মিডিয়া। তৃণমূলের দাবি, "রাজ্যে বিজেপির ২ টা লোকসভা সীট আছে। সেগুলো আগে বাঁচিয়ে দেখান।"
রাজনৈতিক মহলের মতে এই মুকুল এই দাবি করে নিজেকে হাস্যকর করে তুললেন।
No comments:
Post a Comment