মমতা ব্যানার্জীর আমন্ত্রণে কলকাতার ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে তৃণমূলের সমাবেশে যোগ দেন বিজেপি বিরোধী জোটের সব নেতাই। ছিলেন বিদ্রোহী বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা।
নানা ইস্যুতে তিনি মোদিকে একহাত নেন। মোদি সরকার দেশের সর্বনাশ করছে, বললেন বলিউডের এই অভিনেতা কাম নেতা। রাফায়েল দুর্নীতি ইস্যুতে মোদির নীরবতা নিয়ে মোদিকে কড়া আক্রমণ করলেন তিনি। তিনি বলেন-"রাফায়েল জেট কেনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এভাবে মোদি নীরব থাকলে মানুষ তো বলবেই "চৌকিদার চোর হ্যায়"।"
এছাড়াও নানা প্রশ্নবানে মোদিকে বিদ্ধ করেন শত্রুঘ্ন সিনহা। এখন দেখার বিজেপি তাকে বহিষ্কার করে কিনা। অবশ্য বহিষ্কারের প্রশ্নে তিনি বলেন, "আমি আগে দেশের, পরে দলের। "
নানা ইস্যুতে তিনি মোদিকে একহাত নেন। মোদি সরকার দেশের সর্বনাশ করছে, বললেন বলিউডের এই অভিনেতা কাম নেতা। রাফায়েল দুর্নীতি ইস্যুতে মোদির নীরবতা নিয়ে মোদিকে কড়া আক্রমণ করলেন তিনি। তিনি বলেন-"রাফায়েল জেট কেনায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এভাবে মোদি নীরব থাকলে মানুষ তো বলবেই "চৌকিদার চোর হ্যায়"।"
এছাড়াও নানা প্রশ্নবানে মোদিকে বিদ্ধ করেন শত্রুঘ্ন সিনহা। এখন দেখার বিজেপি তাকে বহিষ্কার করে কিনা। অবশ্য বহিষ্কারের প্রশ্নে তিনি বলেন, "আমি আগে দেশের, পরে দলের। "
No comments:
Post a Comment