উত্তর প্রদেশে অখিলেশ যাদব ও মায়াবতী জোট ঘোষণার পর থেকেই তাদের পিছনে পড়েছে সিবিয়াই ও ইডি। বিজেপি কোনঠাসা উত্তর প্রদেশে। এই সময় বারবার ইডি ও সিবিয়াই হানা কি আসলে সপা-বসপা কে জব্দ করার যন্ত্র?
অখিলেশের পর এবার কেন্দ্রের নজরে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। ২০০৭–১১ সাল পর্যন্ত বিএসপি–র শাসনকালে রাজ্যজুড়ে তৈরি বিভিন্ন মূর্তি, পার্ক এবং স্মারকস্তম্ভে কত টাকার আর্থিক দুর্নীতি হয়েছিল তা জানতে বৃহস্পতিবার দিনভর লখনউ–এর সাতটি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। মায়াবতীর মন্ত্রিসভার দুই মন্ত্রী নাসিমুদ্দিন সিদ্দিকি এবং বাবু সিং কুশওয়াহাকে সন্দেহের তালিকাভুক্ত করেছে ইডি।
অখিলেশের পর এবার কেন্দ্রের নজরে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। ২০০৭–১১ সাল পর্যন্ত বিএসপি–র শাসনকালে রাজ্যজুড়ে তৈরি বিভিন্ন মূর্তি, পার্ক এবং স্মারকস্তম্ভে কত টাকার আর্থিক দুর্নীতি হয়েছিল তা জানতে বৃহস্পতিবার দিনভর লখনউ–এর সাতটি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। মায়াবতীর মন্ত্রিসভার দুই মন্ত্রী নাসিমুদ্দিন সিদ্দিকি এবং বাবু সিং কুশওয়াহাকে সন্দেহের তালিকাভুক্ত করেছে ইডি।
No comments:
Post a Comment