মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে মাত্র ১ ভোটের ব্যবধানে দু'টি আসনে বিজেপি পরাজিত হয়েছে দাবি করে ময়দানে নেমেছে বিজেপির নেতারা ও আই টি সেল।
একটি ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, মাত্র ১ ভোটে বিজেপির দু'টি আসন হাতছাড়া হওয়ার পাশাপাশি ১০ ভোটেরও কমে ওই রাজ্যে তারা হারেছে ৬টি কেন্দ্রে। আর ৩০০ ভোটের কম ব্যবধানে মধ্যপ্রদেশে জয়-পরাজয় নিশ্চিত হয়েছে ৩৪টি'তে।
কিন্তু, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাপ্ত কেন্দ্রওয়াড়ি ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবারের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে সবথেকে কম ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে গোয়ালিয়র সাউথ কেন্দ্রে। এই আসনে মাত্র ১২১ ভোটে কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি।
গোয়ালিয়র সাউথ-ই রাজ্যের মধ্যে একমাত্র কেন্দ্র যেখানে ৩০০ ভোটের কমে কোনও প্রার্থীর হার-জিত নির্ধারিত হয়েছে।
বিজেপি হারার পর থেকেই মিথ্যে রটাচ্ছে। আই টি সেল এভাবে ভুয়ো খবর ছড়ানোয় বাংলার চোখের প্রতিনিধি বাংলা বিজেপির আই টি সেলের দায়িত্বে থাকা কয়েকজন নেতার বক্তব্য নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, 'পাঁচ রাজ্যের হারে বিজেপির কর্মীরা মুষড়ে পড়েছে। মানুষ পাশ থেকে সরে যাচ্ছে। তাই মিথ্যে খবর ছড়ানো ছাড়া উপায় কি? আমাদের রাখাই হয়েছে তো এই কারণে।'
একটি ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, মাত্র ১ ভোটে বিজেপির দু'টি আসন হাতছাড়া হওয়ার পাশাপাশি ১০ ভোটেরও কমে ওই রাজ্যে তারা হারেছে ৬টি কেন্দ্রে। আর ৩০০ ভোটের কম ব্যবধানে মধ্যপ্রদেশে জয়-পরাজয় নিশ্চিত হয়েছে ৩৪টি'তে।
কিন্তু, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাপ্ত কেন্দ্রওয়াড়ি ভোটের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এবারের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে সবথেকে কম ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে গোয়ালিয়র সাউথ কেন্দ্রে। এই আসনে মাত্র ১২১ ভোটে কংগ্রেসের কাছে হেরেছে বিজেপি।
গোয়ালিয়র সাউথ-ই রাজ্যের মধ্যে একমাত্র কেন্দ্র যেখানে ৩০০ ভোটের কমে কোনও প্রার্থীর হার-জিত নির্ধারিত হয়েছে।
বিজেপি হারার পর থেকেই মিথ্যে রটাচ্ছে। আই টি সেল এভাবে ভুয়ো খবর ছড়ানোয় বাংলার চোখের প্রতিনিধি বাংলা বিজেপির আই টি সেলের দায়িত্বে থাকা কয়েকজন নেতার বক্তব্য নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, 'পাঁচ রাজ্যের হারে বিজেপির কর্মীরা মুষড়ে পড়েছে। মানুষ পাশ থেকে সরে যাচ্ছে। তাই মিথ্যে খবর ছড়ানো ছাড়া উপায় কি? আমাদের রাখাই হয়েছে তো এই কারণে।'
No comments:
Post a Comment