সালটা ২০০৭, ব্যালন ডি'অর জিতেছিলেন ব্রাজিলিয়ান কাকা। তারপর শিকে ছেঁড়েনি কারোর ভাগ্যেই, দশ বছর মেসি-রোনাল্ডোর রাজত্ব।আর এখন সাল ২০১৮, একটা যুগের অবসান। বিশ্বকাপে সেরা ফুটবলার হওয়ার পর ব্যালন ডি'অর পেলেন 'এল এম ১০', ক্লাসিক লুকা মড্রিচ।
No comments:
Post a Comment