মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে পাশা উল্টাতে চলেছে বিজেপির,জয়জয়কার কংগ্রেসের।এবিপি নিউজ লোকনীতি সিএসডিএস এর নির্বাচন পরবর্তী সমীক্ষায় এমনই ইঙ্গিত।
এই সমীক্ষা অনুযায়ী প্রাপ্ত ভোটের পরিমাণ হল- কংগ্রেস-৪৩%, বিজেপি- ৪০%,অন্যান্য -১৭%।
এই ভোট শতাংশ কে আসন সংখ্যায় রূপান্তরিত করলে
দেখা যাবে- কংগ্রেস-১২৬, বিজেপি- ৯৪,অন্যান্য-১০।
মায়াবতীর বিএসপি কংগ্রেসের সঙ্গে জোট করলে আরও সহজ জয় পেত কংগ্রেস-- এমনই মত সমীক্ষকদের।
এই সমীক্ষার ফলাফল বাস্তবে প্রতিফলিত হলে লোকসভা ভোটের আগে কংগ্রেসের আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে যাবে। এই ফলের পরম্পরা ২০১৯ পর্যন্ত বজায় থাকলে সরকার গঠন বিজেপির পক্ষে যথেষ্ট মুশকিল হবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
No comments:
Post a Comment