৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর মুরলিধর লেন অর্থাৎ রাজ্য বিজেপির সদর দফতরে বিশেষ কোন বিজেপি নেতা আর আসছে না। তাই এই সুযোগে অনেক মাঝারি স্তরের নেতা নিজেদের বড় নেতা পরিচয় দিয়ে দাপট দেখাতে শুরু করেছেন, যারা মুলত "লকেট গ্রুপ" এর এবং ফলত কৈলাস বিজয়বর্গীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত। দলের ত্যাগী কর্মীরা এই নিয়ে ক্ষুব্ধ। এর পরে বিধানসভা নির্বাচনের ফলে তারা আরও মুষড়ে পড়েছেন। বাংলার চোখের প্রতিনিধি বাংলায় বিজেপির ইন চার্জ কৈলাস বিজয়বর্গীকে যোগাযোগ করে। নিজ রাজ্য মধ্যপ্রদেশে বিজেপির শোচনীয় অবস্থার মাঝে এই ফোন পেয়ে বিজয়বর্গী বলেন যে "কলকাতা এলে কথা বলব।" কবে কলকাতা আসবেন, সেটা জিজ্ঞেস করলে বলেন যে এক্ষুনি আসছেন না। এদিকে রাজ্য বিজেপি মহলে জোর গুজব যে লকেট চট্টোপাধ্যায় মধ্যপ্রদেশের হারের সান্তনা দিতে কৈলাস বিজয়বর্গীকে যোগাযোগ করেন। কথা চলে অনেকক্ষন। লকেট কি ইন্দোরে যাবেন কদিনের জন্য এই কঠিন সময়ে? এই নিয়ে এখন চাপা গুঞ্জন শোনা যাচ্ছে রাজ্য বিজেপির সদর দফতরে কান পাতলেই।

No comments:
Post a Comment