বিজেপি বাড়ছে রাজ্যে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বিজেপির সংগঠন ভালো। বালুরঘাট লোকসভায় বেড়েছে বিজেপির বাড়বাড়ন্ত।
মানুষ এলাকায় দেখেনি তৃণমূল সাংসদকে। কলকাতা থেকে নিয়ে গিয়ে নাট্যকার অর্পিতা ঘোষকে বালুরঘাটের টিকিট দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন এলাকার নেতারা। কিন্তু তৃণমূলে মমতা ব্যানার্জীর নির্দেশ অমান্য করার ব্যাপারই নেই, জিতেও গেছিলেন অর্পিতা ঘোষ। কিন্তু জেতার পর এলাকার কোনো কাজে নেই অর্পিতা। ক্ষুব্ধ এলাকাবাসী। কোনো কাজেই পাওয়া যায় না সাংসদকে।
এই অকর্মণ্য সাংসদের কারণেই এলাকায় বাড়ছে বিজেপি, বাংলার মুখের স্থানীয় প্রতিনিধির কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয় কিছু তৃণমূল নেতা। বিজেপি বাড়লেও হুঁশ নেই সাংসদের। বালুরঘাটবাসীর মতে কলকাতা থেকে আসা সাংসদের দরকার নেই তাদের, দরকার স্থানীয় নেতার।
মানুষ এলাকায় দেখেনি তৃণমূল সাংসদকে। কলকাতা থেকে নিয়ে গিয়ে নাট্যকার অর্পিতা ঘোষকে বালুরঘাটের টিকিট দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন এলাকার নেতারা। কিন্তু তৃণমূলে মমতা ব্যানার্জীর নির্দেশ অমান্য করার ব্যাপারই নেই, জিতেও গেছিলেন অর্পিতা ঘোষ। কিন্তু জেতার পর এলাকার কোনো কাজে নেই অর্পিতা। ক্ষুব্ধ এলাকাবাসী। কোনো কাজেই পাওয়া যায় না সাংসদকে।
এই অকর্মণ্য সাংসদের কারণেই এলাকায় বাড়ছে বিজেপি, বাংলার মুখের স্থানীয় প্রতিনিধির কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয় কিছু তৃণমূল নেতা। বিজেপি বাড়লেও হুঁশ নেই সাংসদের। বালুরঘাটবাসীর মতে কলকাতা থেকে আসা সাংসদের দরকার নেই তাদের, দরকার স্থানীয় নেতার।
No comments:
Post a Comment