সারা ভারতে কৃষক আন্দোলন করে সাফল্য মিলছে। খেটে খাওয়া মানুষের আন্দোলনই পথ সিপিএমের। এ রাজ্যে সিঙ্গুর থেকে কৃষক মিছিলের ভিড় দেখে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন নেতারা।
গত কয়েকদিন আগে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের ফল আশা জাগাচ্ছে। তারপর থেকে বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে নেতাদের। ফিরে আসছে বিজেপিতে যোগ দেওয়া অনেক কর্মীই। মানুষ তৃণমুলের বিকল্প চায়। বিজেপি শক্তি হারাচ্ছে, তাই আশা দেখছে বামেরা। অনেক বাম নেতার মতে সিপিএমকে আরও লড়াকু হতে হবে। বিজেপিতে যাওয়া কর্মী ও সমর্থকদের ফিরিয়ে আনতে হবে। তারপর ফ্যাসিস্ট কেন্দ্র সরকারের বিরুদ্ধে ও রাজ্যের মমতার নানা ভুলে রাস্তায় নামতে হবে। তবেই কর্মীরা চাঙ্গা হবে, মানুষ পাশে আসবে। অনেকদিন পর ময়দানে নেমেছেন বিমান বসুও। কর্মী-সমর্থকদের উৎসাহ দিচ্ছেন। সামনে কি হয়, সেদিকেই তাকিয়ে মানুষ। বিজেপিকে সরিয়ে রাজ্যে প্রধান বিরোধী দল হওয়াই লক্ষ্য সিপিএমের।
গত কয়েকদিন আগে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের ফল আশা জাগাচ্ছে। তারপর থেকে বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে নেতাদের। ফিরে আসছে বিজেপিতে যোগ দেওয়া অনেক কর্মীই। মানুষ তৃণমুলের বিকল্প চায়। বিজেপি শক্তি হারাচ্ছে, তাই আশা দেখছে বামেরা। অনেক বাম নেতার মতে সিপিএমকে আরও লড়াকু হতে হবে। বিজেপিতে যাওয়া কর্মী ও সমর্থকদের ফিরিয়ে আনতে হবে। তারপর ফ্যাসিস্ট কেন্দ্র সরকারের বিরুদ্ধে ও রাজ্যের মমতার নানা ভুলে রাস্তায় নামতে হবে। তবেই কর্মীরা চাঙ্গা হবে, মানুষ পাশে আসবে। অনেকদিন পর ময়দানে নেমেছেন বিমান বসুও। কর্মী-সমর্থকদের উৎসাহ দিচ্ছেন। সামনে কি হয়, সেদিকেই তাকিয়ে মানুষ। বিজেপিকে সরিয়ে রাজ্যে প্রধান বিরোধী দল হওয়াই লক্ষ্য সিপিএমের।
No comments:
Post a Comment